1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

কৃষি জমিতে মাটি কাটা বন্ধ করায় হামলার শিকার ৩ কৃষক নেতা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে হামলার শিকার হন ৩ কৃষক নেতা সহ ১২ জন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে কৃষি জমি ও কৃষক বাচাঁও আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক জয় ই মামুন, যুগ্ম আহবায়ক এস এম রুস্তম আলী, যুগ্ম আহবায়ক ওয়াসিম আহাম্মেদ গুরুতর আহন হন। জয় ই মামুন এর অবস্থা খারাপ হওয়ায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।হামলার ব্যাপারে জয় ই মামুন কে প্রশ্ন করা হলে তিনি বলেন গত ১৫ বছর আওয়ামী লীগ”র দোসরদের মাটি ব্যবসার কারনে আটিগ্রাম ইউনিয়ন এর প্রায় ৪০০ একর কৃষি জমি ধংশ হয়ে গেছে।অবশিষ্ট যতগুলো কৃষি জমি আছে সেগুলো যাতে রক্ষা হয় তার জন্য আটিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কৃষি জমি ও কৃষক বাচাঁও আন্দোলন কমিটি গঠন করা হয়।এই কমিটি গঠন করার পর থেকে আটিগ্রাম ইউনিয়ন”র কোন কৃষি জমিতে মাটি কাটতে দেওয়া হয়নি। এর যের ধরেই মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আটিগ্রাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নুর এ আলম সরকার সমস্ত ইট ভাটা মালিক ও মাটি ব্যবসায়ীদের একত্রিত করে কিছু আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ কারী নামধারী বিএনপির কিছু নেতাদের প্রকাশ্য মদদে আওয়ামী খোলসে থাকা নামধারী বিএনপি নেতা ফারুক হোসেন এর নেতৃিত্বে এ হামলা করা হয়েছে। মুলত আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে মাটি ব্যবসায়ীদের ব্যবসা করতে কোন সমস্যা হবে না তাই তারা আমার উপর এই বর্বরচিত হামলা করে। এব্যাপারে মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষি জমি ও কৃষক বাচাঁও আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা রফিক উদ্দিন ভুঁইয়া হাবু বলেন কৃষি জমি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমাদের বিএনপি নেতৃবৃন্দ কৃষি জমি ও কৃষক ভাইদের বাচাতে রাতদিন সমানে পরিশ্রম করে যাচ্ছে। যে দায়িত্ব পালন করার কথা ঐ ইউনিয়নের চেয়ারম্যান নুর এ আলম সরকারের কিন্তু তিনি নিজেই মাটি ব্যবসায়ী। গত ১৫ বছরে আটিগ্রাম ইউনিয়ন এর কৃষি জমি ধংশ করার মুল কারিগর তিনি। নিজেই অনুমোদন দিয়েছে ১১ টি ইট ভাটার।সে নিজেও একটি অটো ব্রিকস এর মালিক।যেখানে প্রতিদিন গড়ে ৯৪ হাজার ইট তৈরি হয়।সেখানে প্রতি সপ্তাহে ১ বিঘা জমির মাটি শেষ করে তার নিজের ইট ভাটায় ইট তৈরী হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী ৫ বছরে আটিগ্রাম ইউনিয়নের কোন কৃষি জমি অবশিষ্ট থাকবে না।এই কৃষি জমি ও কৃষক ভাইদের বাচাতে যারা আন্দোলন করে যাচ্ছেন তাদের উপর অমানবিক হামলা সত্যিই নেক্কারজনক।যে সমস্ত বিএনপির নেতাকর্মী এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করা হবে।পাশাপাশি আওয়ামী লীগ ও তার দোসররা যারা হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানাবে।তানা হলে হামলার সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে রাজপথে আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারী দেন।এদিকে মামলা করার ২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গেফতার না হওয়ায় সকল কৃষক এবং কৃষি জমি ও কৃষক বাচাঁও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park