
আজ শনিবার (৭ জুন), সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ এবং আত্মত্যাগের মহিমায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে ঈদুল আযহা শুধুমাত্র পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি চেতনাশীল ইবাদত—যার মূল শিক্ষা হলো ত্যাগ, আনুগত্য ও মানবিকতা।ঈদুল আযহার ঐতিহাসিক পটভূমি ভিত্তি করে রয়েছে পবিত্র কোরআনের সেই ঘটনা, যেখানে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হন।ইব্রাহিম (আ.)-এর এই নিঃস্বার্থ আনুগত্য ও ত্যাগের পরীক্ষাকে আল্লাহ বিশেষ পুরস্কারে অভিষিক্ত করেন।
শাহবাজ জামান
সম্পাদক-দৈনিক দিগন্তর