
দিগন্তর রিপোর্ট ।। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এক গৃহবধূর বসতবাড়িতে অগ্নিসংযোগ ও নগদ অর্থ লুটের অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-১৮ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন (২৯)।তার স্বামীর নাম মো: মাসুম বিল্লাহ।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলমান থাকায় বিবাদীরা পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটায়। ৩১ মে দিবাগত রাত ৩টার দিকে সাবিনা ইয়াসমিন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পান তার বসতবাড়িতে আগুন জ্বলছে।তিনি দ্রুত ছুটে গেলে আগুনের আলোয় বিবাদীদের উপস্থিতি লক্ষ্য করেন। এসময় চিৎকার দিলে তারা পালিয়ে যায়।পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ঘরে ফিরে তিনি দেখতে পান, টিনের বাক্সে রাখা ব্যাগ থেকে ১,৭০,০০০ টাকা চুরি হয়ে গেছে। অভিযুক্তরা হলেন মোঃ সিরাজ (৩৮), পিতা: মৃত মাজেদ,শাহিন (৩৯), পিতা: হাকিম,মিজানুর রহমান (৩৭), পিতা: কালাম গাজী,ফজর গাজী (৩৭), পিতা: দবীল কাজী,জুলু (৩৮), পিতা: ফজর গাজী, মোস্তাব গাজী (৪০), পিতা: রমজান গাজী, কামাল গাজী (৬৫),পিতা: মৃত দবির গাজী এছাড়া অজ্ঞাত ১৫-১৮ জনকেও অভিযুক্ত করা হয়েছে।ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা হানিফ গাজী ও রোজিনা খাতুনসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।সাবিনা ইয়াসমিন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।