
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার এগারশ্রী গ্রামে একটি কাটুনের ভেতরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল আসামি অলোক রঞ্জন গোস্বামীকে।৪ এপ্রিল সকালে স্থানীয়রা একটি সন্দেহজনক কাটুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কাটুন থেকে উদ্ধার হয় এক নারীর মৃতদেহ। পরিচয় নিশ্চিত হওয়া যায় নিহত বিউটি গোস্বামী (৩৮), লালমনিরহাট জেলার আদিতমারী থানার বাসিন্দা।৫ এপ্রিল নিহতের বাবা মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহায়তায় ফরিদপুর থেকে অলোক রঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রাইভেটকারও উদ্ধার করা হয়।আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে অলোক হত্যার ঘটনা স্বীকার করেছেন। অপর অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।