
শ্রীমঙ্গল থেকে আমিনুল ইসলাম আল আমিন।।আজ ১৭ রমজান ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরীর এ দিনে সংগঠিত হয়। ঐতিহাসিক এই দিনকে মহান বদর দিবস হিসাবে পালন করা হয়।সাহাবায়ে কেরাম তাগুতি শক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে কাফির মুশরিকদের অপশক্তির দম্বকে চূর্ণ করে স্বল্প সংখ্যক সাহাবীদের হাতে ইসলামের বিজয় সূচিত হয়। ইসলামের এ চেতনাদীপ্ত ঐতিহাসিক বদর দিবসকে চেতনায় ধারণ করে, প্রতিবারের ন্যায় এবার ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া, শ্রীমঙ্গল উপজেলা শাখা ও শহর শাখার উদ্যোগে, আজ মঙ্গলবার (১৮মার্চ )মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ আলিয়া মাদরাসার মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা তালামীযের সভাপতি মোঃ নাজমুল ইসলাম এবং সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সালেহ, এর সভাপতিত্বে সাধারন সম্পাদক শায়েল আহমদ ও ফয়সাল আহমদের সঞ্চালনায় পবিত্র কোনআন তেলওয়াত করেন হাফিজ ক্বারি মো. রুহুল আমিন।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আল ইসলাহর সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী, সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান,মৌলভীবাজার জেলা তালামীযের সহ সভাপতি মোঃ আবুল কাশেম,মানাউল্লাহ্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমদসালেহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাসির উদ্দিন, সোনা মিয়া রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ ইসলামপুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলাকাগজ প্রতিনিধি মোঃ এহসান বিন মুজাহির, দৈনিক ইনকিলাবের, শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন জসিম,উপজেলা আল ইসলাহর সহ সাধারন সম্পাদক মাওলানা রাশিদ আলী, পৌর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দীন, তালামীযের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান, সাবেক পৌর তালামীযের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আল আমিন,আলিয়া মাদরাসা তালামীয সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, শহর শাখার সভাপতি মো. রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হৃদয় আলম, তালামীযের সাবেক ও বর্তমান সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।