
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম এলাকায় একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনের প্রায় দুই মাস অতিবাহিত হলেও অর্থের কারণে এখনো নামাজের উপযোগী হয়ে ওঠেনী মসজিদটি।এ নিয়ে মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সূত্রজানায় জনসংখ্যার তুলনায় হাজীগ্রাম এলাকায় মসজিদের সংখ্যা খুবই কম।প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে বর্তমানে এই গ্রামের মানুষকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে অন্য গ্রামে নামাজ পড়তে হয়।যা সত্যি কষ্টকর।এ কারনেই মুসল্লিদের কথা চিন্তা করে জমি দাতা মরহুম ফারুক মোল্লা ও এলাকাবাসীর প্রচেষ্টায় গত ৩মে শুক্রবার দক্ষিণ হাজীগ্রাম এলাকায় মসজিদ-এ-কূবা নামে একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।কিন্তু উদ্বোধনের প্রায় দুই মাস অতিবাহিত হলেও শুধুমাত্র অর্থের অভাবে এখনো নামাজের উপযোগী হয়ে ওঠেনী মসজিদটি।এলাকাবাসীর দাবি উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হলেও এই মসজিদটি নির্মাণ করতে যে পরিমান ইট বালু সিমেন্ট ও রডের প্রয়োজন তা এখনো যোগাড় করা সম্ভব হয়নি।মসজিদ নির্মাণ করতে যে পরিমাণে (লেবার কস্ট) অর্থের প্রয়োজন তারও ব্যবস্থা হয়নি, তাইতো উদ্বোধনের দুই মাস অতিবাহিত হলেও মসজিদটি নামাজের জন্য এখনো প্রস্তুত হয়নি।এ বিষয়ে দেশে-বিদেশে সকল ধর্মপ্রাণ মুসল্লী ভাই ও বোনদের নিকট মসজিদ কমিটি মুক্ত হস্তে সাহায্যের আবেদন জানিয়েছে।যাতে করে মসজিদের নির্মাণ কাজ অতি দ্রুত শেষ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা সম্ভব হয়।মসজিদ কমিটি-বিকাশ ও নগদ নাম্বার 01921-135215