1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবিরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

আব্দল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি।।একই উপজেলায় সুদীর্ঘ ৮ বছর বহাল তবিয়্যতে চাকুরী করছেন প্রকৌশলী এনামুল করিব।রয়েছে তার বিরুদ্ধে নানা অনিয়ন আর দূর্নীতির অভিযোগ।এখানেই শেষ নয়, খোঁজ নিয়ে জানাগেছে উপজেলায় বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাট মেরামত, নতুন রাস্তা তৈরি বিভিন্ন কাজে নিজেকে অংশীদার রাখার বিনিময়ে কাজ পাইয়ে দেন তার আস্থাভাজন সব ঠিকাদারদের।এবং রাস্তা মেরমত বা নতুন রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারেও রয়েছে তার সহযোগিতা।নাম প্রকাশে অনেচ্ছুক ঠিকাদারগণ বলেন, উনি (প্রকৌশলী এনামুল কবির) প্রভাবশালী আওয়ামী নেতার ভয় দেখিয়ে তাকে আমার সাথে শেয়ার রাখতে বাধ্য করেন এবং কাজ করিয়ে নেন। তার বিরুদ্ধে গেলে কোন কাজের টেন্ডার পাওয়া যায়না।দীর্ঘদিন ধরে ঈশ্বরদী রেলওয়ে গেইট থেকে উপজেলা হয়ে পিয়ারপুর, ঝাউদিয়া, সাড়া সরকারি প্রাঃ বিঃ হয়ে ৫ নম্বর ঘাট (গুড়িপাড়া) পর্যন্ত রাস্তা সংস্কার না থাকায় দূর্ভোগ পোহাতে হয়েছে এলাবাসীর।বেশির ভাগ সড়কই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছিল। খানাখন্দে ভরা এই সড়ক বেহাল দশায় পরিণত হয়েছিল। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা, প্রায়ই ঘটে নানা দূর্ঘটনা। দিনমজুর, স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ দূর্ভোগ পোহাতে হচ্ছে নানা শ্রেণি ও পেশার মানুষদের।সম্প্রতি ঈশ্বরদী রেলওয়ে গেট থেকে সাঁড়া ঝাউদিয়া ৫ নম্বর ঘাট (গুড়িপাড়া) পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় জনমনে সস্তি আসলেও খোঁজ নিয়ে দেখা যায় উক্ত কাজ উপজেলা প্রকৌলশী মো. এনামুল কবির ওয়ার্ক অর্ডার এবং স্টেমেট না দিয়ে তার আস্থাভাজন ঠিকাদারকে কাজ করার অনুমতি প্রদান করেন।ঈশ্বরদীস্থ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তি আক্ষেপ করে বলেন, দীর্ঘ ৮ বছর এখানে চাকরীর সুবাদে প্রকৌশলী এনামুল করিব অসাধু উপায়ে গড়েছেন প্রচুর অর্থ সম্পদ। সরকারের এ বিষয়ে জরুরী পদক্ষেপ নেওয়া উচিত। উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাগণ যাদের এই উপজেলায় চাকরীর মেয়াদ ৩ বছর পার হয়েছে তাদের বদলি দেওয়া ও দূর্ণীতি খুজে বের করে শাস্তির ব্যবস্থা করা।সংবাদ কর্মীরা বিভিন্ন অনিয়মের বিষয়ে এবং সদ্য কাজ শুরু হওয়া (উপজেলা রোড) রাস্তার বিষয়ে জানতে প্রকৌলশী মো. এনামুল কবিরের অফিসে গিয়েও তার কাছে কোন উত্তর পাওয়া যায় নাই। এবিষটি তিনি এরিয়ে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park