
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।দ্বীনের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, বেহেশতের যুবকদের সর্দার, কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে মানিকগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ জুলাই) সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া (বাগানবাড়ি) এলাকায় আশুরা উদ্যাপন কমিটির আয়োজনে এ শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোরআন শরীফ বিতরণ করা হয়।শোকসভায় সভাপতিত্ব করেন আশুরা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও দৈনিক আল্-আযান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক আকবর। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সদস্য সচিব আবদুল মান্নান।এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. দিনা আফরিন, অ্যাডভোকেট আতোয়ার রহমান, অ্যাডভোকেট মশিউর রহমান এবং সাংবাদিক সিপন আহমেদ।আয়োজকেরা বলেন, কারবালার শোক শুধু ইতিহাস নয়—এটি সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন এক শিক্ষার বার্তা।