
ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি) মহাসচিব পদে মনোনীত হলেন শেখ বাদশাহউদ্দিন মিন্টু।আজ মঙ্গলবার ১লা অক্টোবর ২০২৪ ইং তারিখ পার্টির চেয়ারম্যান নারায়ন কুমার দাস স্বাক্ষরিত এক প্রেস বার্তায় পার্টির মহাসচিব হিসেবে মিন্টুকে এ দায়িত্ব ভার অর্পণ করা হয়।উক্ত প্রেস বার্তায় তিনি বলেন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউ.ডি.পি)’র মহাসচিব শেখ বাদশাউদ্দিন মিন্টুকে পার্টির গঠনতন্ত্রের ৪৬/১ ধারার ক্ষমতাবলে পার্টির মহাসচিব পদে অন্তর্ভুক্ত করেছেন।সংগঠনের স্বার্থে অর্পিত এই দায়িত্ব এবং আপনার রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা, ন্যায়, নিষ্ঠা ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউ.ডিপি)-কে আরো শক্তিশালী ও গতিশীল করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।