
আর্ত মানবতার সেবায় নগর জুড়ে কাজ করছে প্রমোট বাংলাদেশ। এই সংস্থার সদস্য হলে আপনি পাবেন, সুবিধা বঞ্চিতদের আইনগত সহায়তা প্রদান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে (সর্বোচ্চ আদালত পর্যন্ত) আইনি লড়াই চালিয়ে যাওয়া, বিভিন্ন অন্যায় অনিয়ম অসংগতির তথ্য দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচার ও প্রকাশ করা, বিশেষ ক্ষেত্রে সরাসরি রাষ্ট্রকে অবগত করা, অভিযোগকৃত ক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহ ও সরজমিন পর্যবেক্ষণ করা, বিশেষ ক্ষেত্রে উভয়ের উপস্থিতিতে মধ্যস্থতা ও সালিশের ব্যবস্থা করন ইত্যাদি। যেকোনো শ্রেণী পেশার ব্যক্তিকে স্বনামধন্য প্যাথলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ৩০ থেকে ৫০% পর্যন্ত ছাড় প্রদান করা। দুস্ত অসহায় সুবিধা বঞ্চিতদেরকে সর্বক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান করা, অন্যায়, অনিয়ম, অসঙ্গতি খাদ্যে ভেজাল, ওজনে মান নিয়ন্ত্রণ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি ইত্যাদি সম্পর্কে রাষ্ট্রকে অবহিত এবং বাল্যবিবাহ রোধ কল্পে যথাযথ আইনি ভূমিকা প্রদান করা।