
শাওন, মানিকগঞ্জ থেকে।। নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত দশটা থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ করে দেয়।এতে ভোগান্তিতে পড়েছে এই নৌরুটের যাত্রীরা।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন জানান, আরিচা কাজিরহাট নৌ রুটের কয়েকটি স্থানে পানির স্তর নেমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে।ফলে কয়েকদিন ধরেই ফেরি চলাচলে বিঘ্নতা ঘটছে। একটি ফেরি স্বাভাবিকভাবে চলাচলের জন্য যেখানে আট ফিট পানি থাকার কথা সেখানে পানি রয়েছে ৬ ফিট বা সাড়ে ছয় ফিট।ফলে সে স্থানে ফেরি চলাচল করতে পারছে না। বিষয়টি বিআইডব্লিউটিসির ড্রেজিং বিভাগ দেখছেন।ড্রেজিং বিভাগের একটি টিম বর্তমানে নৌরুটের নাব্য স্থানে পরিদর্শনে গিয়েছেন। এ বিষয়ে নাব্যতা সংকট নিরসন করে অতি দ্রুতই ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে।