
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি সাংবাদিক সংগঠন “আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা”কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হলেন মো: লিটন প্রধান।সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্যতম কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং বাংলাদেশের সাংবাদিকতার পেশাগত উন্নতি সাধন, সাংবাদিকদের সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় গঠিত হয় “আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা।শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সংস্থার প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার সভাপতি জয়নাল আবেদীন এবং মহাসচিব মো: মনির হোসেন কাজী উপস্থিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।সভাপতির বক্তব্যে বলেন পেশাগত দায়িত্ব পালনে তাকে সার্বিক সহযোগিতার আহবান জানাচ্ছি।আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা” সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে সারাদেশ ছাড়াও বিদেশের বিভিন্ন প্রবাসী সাংবাদিকদের মধ্যেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো: লিটন প্রধান বলেন- “আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা সাংবাদিক সমাজের ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমি আমার ওপর অর্পিত এ দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকলে পাশে থাকবেন বলে আশা করি।”তিনি আরও বলেন-“আমাকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত করায় আমি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার সভাপতি জয়নাল আবেদীন ও মহাসচিব মো: মনির হোসেন কাজী’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, একই সঙ্গে সকল সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”