
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : আজ ১লা নভেম্বর শুক্রবার ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল হক নুর নারায়ণগঞ্জ গণধিকার পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদ রোডে এক বিশাল গণ সমাবেশ করেন।এ সময় সাবেক ডাকসুর সভাপতি নুরুল হক নূর প্রধান অতিথির বক্তৃতায় বলেন ৩০০ আসনে তারা নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তারা ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এ সময় সাধারণ মানুষকে তার পাশে থাকারও আহ্বান জানান।গণ সমাবেশে প্রধান বক্তা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান আল মামুন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নাহিদ, সঞ্চালনা ছিলেন ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া।