
দাকোপ প্রতিনিধি।।খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বাবু ননী গোপাল মন্ডলের পুত্র দীপ্ত মন্ডল (৩০) কে গ্রেফতার করেছে ভোমরা বর্ডার পুলিশ।গতকাল ১৩ সেপ্টেম্বর তিনি দেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।পরে তাকে দাকোপ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।দীপ্ত মন্ডল ২০২৪ সালের ২৬ নভেম্বর দায়ের হওয়া একটি নাশকতা মামলার (দাকোপ থানা মামলা নং-৫) এজাহারভুক্ত আসামি।মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর তিনি ভারতে পালিয়ে যান এবং দীর্ঘদিন সেখানে আত্মগোপনে ছিলেন।গ্রেফতারের পর দাকোপ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।