
দিগন্তর রিপোর্ট।।অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় ২ টি শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ১৩ জুন সকাল ১১ টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার সাবজোন-১ (খুলনা,সাতক্ষীরা, নড়াইল) অঞ্চলের আওতাধীন বিভিন্ন শিল্প কারখানায় নিম্নমানের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই, শিশু খাদ্য) তৈরি করে বাজারজাত করায় জনস্বাস্থ্যের কথা বিবেচনাপূর্বক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে বিজ্ঞ খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ^র মন্ডল এর নেতৃত্বে খুলনা শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা জোন, খুলনা পুলিশের সহযোগিতায় যৌথভাবে পরিচালিত হয়।উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই)তৈরি করে বাজারজাত করায় খুলনা মেট্রোপলিটন এর খালিশপুর থানা এলাকায় অবস্থিতহাশেম ফুড প্রোডাক্টস এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে, ১৫ দিনের কারাদন্ড এবং ভূইয়া ফুডস প্রোডাক্টস এর মালিককে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।এই বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬,এর খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই)তৈরি করে বাজারজাত করায় ২ টি শিল্প প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ টি প্রতিষ্ঠানকে অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।খুলনায় এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানান।