
এস এম মমিনুর রহমান।। অভয়নগরে কুয়েত প্রবাসী হাসান শেখ (৩০)কে গলাকেটে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভয়নগরের ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের চৌরাস্তা বাজার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার ৮নং ইউনিয়নের সিদ্দিপাশা ইউনিয়নের এলাকাবাসির আয়োজনে নাউলী বাজার সড়কে মানববন্ধন আয়োজন করা হয়।মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়।মিছিলটি নাউলী বাজার সড়ক প্রদক্ষিণ করে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক ঘুরে আবার নাউলী চৌরাস্তায় এসে শেষ হয়।মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ইমাম হোসেন সাধারণ সম্পাদক দৌলতপুর থানা বিএনপি।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চেয়ারম্যান শেখ আবুল কাশেম,জামায়েত নেতা শরীফ বেল্লাল হোসেন, এস এম জাহাঙ্গীর হোসেন, এস এম মজিবর হোসেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মৃত হাসান শেখ এর বড়ো ভাই এস এম মুন্না হোসেন সাধারণ সম্পাদক খুলনা বিএল কলেজ, এস এম ইয়ার আলী, সাবেক চেয়ারম্যান এম জি সারোয়ার ফারাজি, জামায়াত নেতা কবির আহমেদ এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিলন, মীর রেজওয়ান হোসেন জসিম উদ্দিন সোহাগ, ইউনিয়নের প্রায় সকল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।